চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের তরফদার মার্কেটের সালমিন কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও থেকে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ৪৩ টি পাসপোর্ট, ১টি বাজাজ সিটি ১০০ মটরসাইকেলসহ আশরাফুল আলম লিটন নামের এক যুবককে আটক করেছে।
জীবননগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব খান জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের বড়বলদিয়া গ্রামের আরমান মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম লিটন(২৫)কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ টি পাসপোর্ট, দৈনিক দেশেরপত্র ষ্টিকার সাঁটা মটরসাইকেলসহ তাকে আটক করে। আটক হওয়া লিটন জানান, সে স্টুডিও দোকানের কর্মচারী। সালমিন কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিও’র স্বতাধিকার দামুড়হুদা থানার গোপালপুর গ্রামের মোমিন ১০ বছর মালেয়াশিয়া ছিল। দেশে ফিরে সে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে পাসপোর্টসহ প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে। ওই পাসপোর্ট মূলত তাদেরই বলে সে জানায়। প্রতারক মোমিনের ব্যবসা বর্তমানে তার স্ত্রী দেখাশোন করে। লিটন পুলিশের চোখ ফাকি দেওয়ার জন্য বাজাজ সিটি ১০০ মটরসাইকেলটিতে দৈনিক দেশের পত্র পত্রিকার স্টিকার সেঁটে সাংবাদিক পরিচয়ে ঘুরে বেড়াত। তার বিরুদ্ধে মামলা হয়েছে।