জামালপুর সংবাদদাতা : জামালপুরের ২জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৫ডিসেম্বর জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মনোনয়নপত্রদ্বয় বাতিল করেন। ১৭প্রার্থীর মধ্যে বাতিলকৃতরা হলেন-জাপা (এ)’র জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম, এ, সাত্তার এবং জাসদ ইনুর প্রার্থী লুৎফর রহমান। জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাবউদ্দিন জানান-জামালপুর-০১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম. এ সাত্তারের বিদ্যুৎ বিল পরিশোধ ও আয়কর বিভাগের প্রত্যায়ন পত্র না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। অপর প্রার্থীর দলীয় মনোনয়ন সংক্রান্ত কোন কাগজপত্র দাখিল করেন নি।