বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলঢাকায় জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত ওসি আহত, ককটেল নিক্ষেপ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:০১ অপরাহ্ণ

Hortal-Nilphamari PICএম. এ করিম মিষ্টার, নীলফামারী : বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকা পৌর জামায়াতের আমীর মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে জলঢাকায় জামায়াতের বুধবার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল সমর্থকদের শহরে দেখা না গেলেও গ্রামাঞ্চলে বেশ সরব দেখা গেছে। গ্রামের রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেট দিয়ে খন্ড খন্ড মিছিল করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। এদিকে বড়ঘাট এলাকায় জামায়াত-শিবির কর্মীরা অবরোধ সৃষ্টি করলে পুলিশ ধাওয়া দেয়। এসময় হরতালকারীদের ছোড়া ঢিলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকছেদ আলী আহত হন। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, জলঢাকা বড়ঘাট এলাকায় রাস্তার ব্যারিকেড তুলতে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপড় হামলা চালায়। এসময় জামায়াত-শিবিরের হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকছেদ আলী আহত হন। বর্তমানে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও নীলফামারীর জলঢাকা যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরকে ল্য করে হরতালের সমর্থনে একটি শিবিরের মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় বাহাদুর আহত হননি বলে জানা গেছে। এদিকে বাহাদুরকে ককটেল মারার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের সাথে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এগিয়ে এসে জামায়াত-শিবিরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। উলে­খ্য, মঙ্গলবার ভোর রাতে মকবুল হোসেনকে জলঢাকা উপজেলার উত্তর বগুলাগাড়ী হাজীপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সংশিষ্ট থানা পুলিশ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!