বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার দু’টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:২২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার দু’টি আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গার দু’টি আসনে আওয়ামীলীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। জমা দেওয়া মনোনয়নপত্রে ক্রটি এবং অন্যান্য কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। চুয়াডাঙ্গার দুটি আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন জানান, মনোনয়নপত্রে ক্রটি থাকাসহ বিভিন্ন কারণে চুয়াডাঙ্গা-১ আসনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শামসুল আবেদিন খোকনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান ও মীর্জা শাহরিয়ার আহমেদ এবং জাতীয় পার্টির নেতা এস এম মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চুয়াডাঙ্গার দুটি আসন থেকে চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর বৈধ প্রার্থী হিসেবে থাকলেন চুয়াডাঙ্গা-১ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাসদ নেতা সবেদ আলী ও জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন।
চুয়াডাঙ্গা-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ।
জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন জানান, দলের প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের নির্দেশ অনুযায়ী তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!