চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদ্রাসার বারান্দা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আসাদুজ্জামান মুন্সী জানায়, কুবিরদিয়ার দাখিল মাদরাসার বারান্দার আড়ালের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই যুবকের নাম পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নির্জন এলাকার কাঠাল গাছের ডাল থেকে এক মিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।