শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমাকে যদি গ্রেফতারের কোনরূপ চেষ্টা করা হয়, তবে এর আগেই আমি আত্মহত্যা করবো। তিনি ৪ ডিসেম্বর বুধবার রাত সোয়া ১১টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে সাংবাদিকদের ওই কথা বলেন। তিনি বলেন, এজন্য আমার পিস্তলে যে বুলেট লোড করা আছে, সেগুলো দিয়েই আমি আত্মহত্যা করব। তিনি বাসভবনের নিচতলায় আসেন নেতাকর্মীদের খোঁজ নিতে। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন।
গ্রেফতারের আশংকা করছেন কি-না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, সরকার আমার সঙ্গে চালাকি করলে সুইসাইড করব। গোয়েন্দা বাহিনীর লোকজন এসেছিল আমার কাছে। তাদেরকে একই কথা বলেছি। বলেছি, তাহলে আমার কাছে ৪টি লোডেড পিস্তল বালিশের নীচে আছে। তোমাদের সঙ্গে যাওয়ার আগে আমি সুইসাইড করবো।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, কী হয় জানি না। আমাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমি মরতে রাজি আছি। তবু মত পরিবর্তন করতে পারব না। তার গায়ে হাত দিলে সারাদেশে আগুন জ্বলবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, আমাকে গ্রেফতার করতে হলে ১০ হাজার মানুষকে মারতে হবে। একক সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান এরশাদ। তিনি বলেন, আমি একাই প্রেস ব্রিফিং করেছি। ডানে বামে কেউ ছিল না। গতকাল (মঙ্গলবার) ছিল সঠিক সময়। এর বেশি দেরি হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতাম না। তিনি আবার মত পাল্টে নির্বাচনে যাবেন- আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, জীবনের শেষ প্রতিশ্রুতি করেছি। এর এক চুল নড়ব না।