মোঃ আমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া : দশম সংসদের ঘোষিত তফশিলকে প্রত্যাক্ষান ও নির্বাচন বাতিল, নেতাকর্মীদের মামলা প্রত্যাহার দাবীকরে দেশব্যাপী ১৮ দলের ডাকা টানা অবরোধ চলাকালে বগুড়ার গাবতলীতে শেষ দিনে শান্তিপুর্ন ভাবে পালিত হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুস পুত্রলিকা দাহ করাহয়েছে । অবরোধ চলাকালে কোন যানবহন চলাচল করতে দেখা যায়নি, ১৮ দল ও পৌর বিএনপির উদ্যেগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা হয়েছে। থানা বিএনপি সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মাকসুদুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র মোরশেদ মিলটন, জামায়াতের সেক্রেটারী আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন বিএনপিনেতা আবুল হোসেন, লতিফুল রহমান টয়েল, ডাঃ আলম, আব্দুর রহিম পিন্টু, ফিরোজ, মতি, টিপু, আবুর রশিদ, রব্বানী, যুবদলনেতা রিপন, হারুন, লিটন, আবু হাসনাত শাহিন, লতিফ, মিন্টু, মিনহাজ, গনি, রায়হান, মিলু, জিল¬ুর, সোহেল, ছাত্রদলনেতা রুহিন, আনোয়ার, লিমন, সিরাজুল, হালিম, সুজন, চঞ্চল, তাজুল, শাওন, স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুল, মিঠু, নুরুল¬াহ, পৌর মৎস্যজীবি দলের সভাতি ওমর ফারুক, জিয়াপরিষদ নেতা নাজমুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। অপরদিকে বিক্ষোভ মিছিল শেষে পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে ও প্রতিবাদ সভায় সাধারন ম্পাদক আবু জাফর মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, বিএনপিনেতা সাজেদুর রহমান মোহন, রেজা পাইকার, আবু তাহের, আঃ ওহাব, আঃ হান্নান, মোমিনুর হক রিবন, আঃ হালিম, কোরবান, আজিজার, শহিদ, যুবদলনেতা তাজুল, নিভা, সোহাগ, কিটু মাহমুদ, সাপরু, মুরাদ, শফিকুল, মোস্তা, মহিদুল মেম্বার, ছাত্রদলনেতা হযরত, মতি, সেন্টু, বকুল, রানা, স্বেচ্ছাসেবক দলনেতা মোনারুল ইসলাম টুটুন, রেজাউল, গফুর, মান্নান, কৃষকদলনেতা বাদশা, মোবার, রাজু, মতো, মতি, শ্রমিকদলনেতা আঃ খালেক, বাবলু, আফছার আলী বাটু, রঞ্জু, মানিক, পাপুন প্রমুখ উপস্থিত ছিলেন।