
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-৫ (কালীগঞ্জ-গাজীপুর মহানগরীর আংশিক) আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী আজম খান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ তার দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেয়ার পর বৃহস্পতিবার বিকালে রির্টানিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের কাছে আজম খান তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
