কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা ’১৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে কাল্বের শাখার উদ্যেগে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে কাল্বের সভাপতি সঞ্জীবন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর তরিকুল ইসলাম সেগুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বজলুল হক, সন্তোষ কুমার দাস, ফজলুল হক মোল্লা, মকবুল হোসেন, গনেশ চন্দ্র দাস, সুদর্শন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাল্বের সেক্রেটারী মো. ওবাইদুল কবীর। অনুষ্ঠান শেষে গত বছরের জেএসসি ও পিএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।