বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:৩৩ অপরাহ্ণ

kader-mollaশ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মামলার চূড়ান্ত রায়ের ৭শ ৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ ওই রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদণ্ডকেই কাদের মোল্লার জন্য ‘একমাত্র যথার্থ শাস্তি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কাদের মোল্লার অপরাধসমূহ এতই পৈশাচিক যে, মৃত্যুদণ্ড ছাড়া কোনো সাজাই তার জন্য পর্যাপ্ত নয়। একমাত্র মৃত্যুদণ্ডই তার প্রাপ্য। তার অপরাধের ফলাফল সমগ্র জাতিকে অনন্তকাল বয়ে বেড়াতে হবে। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও তার অপরাধসমূহ নির্লজ্জ দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন। বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন বিচারপতি এসকে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
বিচারপতি এসকে সিনহা বলেন, সরকারের দায়ের করা আপিল রক্ষণযোগ্য। ৪ নম্বর অভিযোগ থেকে কাদের মোল্লাকে অব্যাহতি দিয়ে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ বাতিল করে এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এছাড়া ৬ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বাতিল করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়। অপরদিকে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কাদের মোল্লার আপিল খারিজ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!