শ্যামলবাংলা ডেস্ক : এবার বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে অর্থপাচার মামলায় নিম্ন আদালতের দেওয়া খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান হাইকোর্টে ওই আপিল দাখিল করেন।
উল্লেখ্য, তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দুদকের দায়েরকৃত অর্থপাচার মামলায় ১৭ নভেম্বর নিু আদালতে রায় ঘোষিত হয়। এতে তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের ৭ বছরের জেল ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড হলেও তাকে খালাস দেওয়া হয়।
