শ্যামলবাংলা ডেস্ক : আলোচনার মাধ্যমে জাতীয় নির্বাচন সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই আহবান জানান। এসময় তিনি বলেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে হবে। সব সময় সমঝোতার পথ আছে। একটা-দুইটা পার্টি এমন নয়; সব দলকে নিয়ে সমঝোতায় আসতে হবে।
সিইসি তফসিল ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো অগ্রগতি না হওয়ায় হতাশার সুরে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বাধ্যবাধকতা রয়েছে। তবে সমঝোতার কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। তার জন্য সমঝোতা হতে হবে। একটা কনক্রিট অগ্রগতি হতে হবে। এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না। অগ্রগতি না হলে আমরা কী করব ?
তবে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ইসি চিন্তিত নয় বলেও উল্লেখ প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা পার্টির বিষয়। পার্টি দেখবে।
আগামী নির্বাচনটি কী একতরফা নির্বাচন হতে যাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি যখন নির্বাচন হবে তখন [দেখা যাবে]। গণতন্ত্রে নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের কোন উপায় নেই। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান মেনেই আমাদের চলতে হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি ভোট হবে। ইতোমধ্যে মনোনয়ন দাখিল শেষে বাছাই প্রক্রিয়াও শেষ হয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এ নির্বাচনে ২০টি রাজনৈতিক ও স্বতন্ত্র মিলে ১১ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।