বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারো শার্শার এমপি মনোনিত শেখ আফিল উদ্দিন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৩ ৬:৫১ অপরাহ্ণ

AFILইয়ানুর রহমান (যশোর) : যশোর-১ শার্শার দশম জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র প্রার্থী শেখ আফিল উদ্দিনের মনোনয়নপত্র বাছায়ের পর বৈধ ঘোষনা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রার্থী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর মনোনয়নপত্রের বাছায় সম্পন্ন হয়েছে এবং মনোনয়নপত্রটি বৈধ হয়েছে বলে  নিশ্চিত করেন শার্শার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু বলেন, দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে চুড়ান্ত মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ৮৫ যশোর-১ শার্শার স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মনোনয়নপত্রটি সোমবার জমা দেওয়ার পর বৃহস্পতিবার বাছাই সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্রটি বৈধ হওয়ার কারনে দ্বিতীয় প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষনা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামের সাবেক জেলা আমির মাওলানা আজিজুর রহমানকে পরাজিত করে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আফিল উদ্দিন এমপি নির্বাচিত হন।
বেনাপোল পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে ৮৫ যশোর-১ শার্শা নির্বাচনী এলাকা গঠিত। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৩৪ হাজার ৭শ’৯০  জন। এর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ১৬২ জন মহিলা ভোটার বলেন শার্শার নির্বাচন অফিসার আব্দুর রশিদ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!