হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : নির্বাচনী তফসিল বাতিল, মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ১৮ দলের ডাকা অবরোধের ৫ম দিনে পুলিশের বাধা উপেক্ষা করে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতা কর্মীরা। ৪ ডিসেম্বর বুধবার উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বুধবার দুপুরে হোসেনপুর পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চনে নেতৃত্বে একটি বিশাল মিছিল দ্বীপেশ্বর গোলচক্কর থেকে শুরু হয়ে হাসপাতাল চৌরাস্তায় পৌছামাত্রই পুলিশের বাধার মূখে পড়ে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক সাফায়াতুল হাসান সম্রাট। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সোরহাব উদ্দিন ভেন্ডার, পৌর বিএনপি’র আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শরিফ মিয়া, শ্রমিক দলের সভাপতি মো. বাচ্চু মিয়া,সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম, স্বেচ্চাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম শহিদ,বিএনপি নেতা বাদল মৃদা,সারোয়ার আলম নয়ন, ফরিদ মাষ্টার, মোস্তাফিজুর রহমান সৌরভ প্রমূখসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
