ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ডিম পরিহন সংকট লোকসানে পোল্ট্রি খামারিরা : কয়েক লাখ হ্যাচিং ডিম নষ্ট

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০১৩ ৫:০১ অপরাহ্ণ
হোসেনপুরে ডিম পরিহন সংকট লোকসানে পোল্ট্রি খামারিরা : কয়েক লাখ হ্যাচিং ডিম নষ্ট

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ টানা অবরোধের কারনে পরিবহন সংকটে আটকা পড়ে কিশোরগঞ্জের হোসেনপুরে আফতাব বহুমূখী ফার্মের প্রায় কয়েক লাখ হ্যাচিং ডিমের গুনগতমান নষ্ট হতে চলেছে।ফলে এসব ডিম বিক্রি করতে না পেরে  পোল্ট্রি খামারের সাথে জড়িত ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা মোটা অংকের আর্থিক লোকসানের পাশাপাশি ডিম পরিবহন ও খাদ্য আমদানিতে চরম দুর্ভোগে পড়েছেন।তাই ভোক্তভুগীরা ফার্মের হ্যাচিং ডিম ও খাদ্য আমদানির গাড়ি অবরোধের আওতা মুক্ত রাখার দাবী জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ভাগলপুরের আফতাব বহুমূখি ফার্ম লিমিটেডের আওতাধিন হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০টি পোল্ট্রি ফার্ম (প্যারেনস্টক) রয়েছে। এসব ফার্ম থেকে প্রতিদিন ২ বার করে প্রায় ২০ হাজারের বেশী ডিম হ্যাচিংয়ের জন্য ভাগলপুর আফতাব হ্যাচারিতে নিয়ে যাওয়া হতো কিন্তু টানা অবরোধ ও রাজনৈতিক সংহিসতার কারণে পুলের ঘাট ও কটিয়াদিতে কয়েকটি গাড়ি ভাংচুরের কবলে পড়ায় বর্তমানে খামারীরা পরিবহন সংকটে সময় মত ডিম হ্যাচারিতে পৌছাতে পারছেনা। এতে উৎপাদিত ডিম যথাযত প্রক্রিয়ায় সংক্ষনের অভাবে ডিমের গুনগতমান নষ্ট হচ্ছে।ফলে এসব ডিম বাচ্ছা উৎপাদনের অনুপোযুগী হয়ে পড়ায়  সাধারন ডিমের মত কম দামে বিক্রি করে খামারীদের লোকসান গুনতে হচ্ছে।
ডিম পরিবহনে নিয়োজিত গাড়ির চালক রিপন মিয়া,জুয়েল মিয়াসহ অনেকেই জানান, জরুরী প্রয়োজনে নিয়োজিত গাড়ি হরতাল-অবরোধের আওতামূক্ত থাকা সত্বেও তাদের ডিম পরিবহনের গাড়ি সম্প্রতি কয়েকবার দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে অনেক ডিম নষ্ট হয়েছে। পোল্ট্রি খামারি আব্দুল ওয়াহাব,ফেরদৌস,ফরিদ,কবির,মানিকসহ অনেকেই জানান,দীর্ঘ মেয়াদি হরতাল-অবরোধ থাকলে ডিম পরিবহন সংকটে চরম আর্থিক লোকসানে পড়তে হবে। পাশাপাশি সময়মত ব্যাংক ঋণ পরিশোধ না করতে পাড়লে দেওলিয়া হতে হবে বলে মন্তব্য করেন।
এ ব্যাপারে হোসেনপুর এলাকার দায়িত্বে নিয়োজিত আফতাব বহুমূখি ফার্মের ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ জানান,টানা অবরোধের কারণে সময়মত ফিড মিল থেকে মুরগীর খাদ্য আসতে না পারায় একদিকে যেমন উৎপাদন কমে যাচ্ছে,তেমনি হ্যাচিং ডিম সময়মত পরিবহন করতে না পেড়ে বাচ্চার মান খারাপ হচ্ছে। এতে গোটা পোল্ট্রি শিল্প চরম হুমকির মুখে পড়ছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!