ইসলামপুর প্রতিনিধি : অনিয়ম ও দূর্নীতি রোধ করার শপথ নিয়ে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহনের জন্য ১৩৯ জামালপুর-২ ইসলামপুর আসনে সতন্ত্রপ্রার্থী আতিকুর রহমান লুইস ২ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্য্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় আতিকুর রহমান লুইসের পক্ষে তার উপস্থিতিতে মনোনয়ন পত্র দাখিল করেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ আলী,মানবাধিকার সংস্থার সভাপতি শাহজাহান সরকার, শ্রী প্রীতুষ চন্দ্র সেন, কলামিষ্ট সৈয়দ মাছুদ রাজা সহ সমাজের গন্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলের পর তিনি আমেনা মমিন ফাউন্ডেশনে রাতে সাংবাদিকদের সাথে মত বি৬িনময় করেন। তিনি বলেন আমার ব্যক্তিগত ভাবে কোন লোভ নেই।আমি আমার জীবনের দীর্ঘ সময় রাশিয়ায় কাটিয়েছি যেখানে কোন দূর্নীতি তো দুরের কথা কোন অশুভ চক্রের ছাপ পর্যন্ত দেখিনি। তাই গরীব দুুখিদের দেখে আমার মন প্রতিনিয়ত কাদে। সমাজের বিচার বিভিন্ন অপরাধ লুটতরাজ গরীব মানুষকে ঠকানো ইত্যাদি দেখে আর বসে থাকতে পারিনি। তাই আমার আমেনা মমিন ফাউন্ডেশনের তহবিল থেকে বিভিন্নভাবে গরীব দুঃখী, অসহায় মানুষ, গরীব মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ বৃত্তি প্রদান করাসহ সাহায্য করে আসছি। জনগন যদি আমাকে রায় দেয় তাহলে অনিয়ম ও দূর্নীতি রোধ করে একটি সুন্দর সমাজ গড়তে পারব বলে আশা করি। সুন্দর সমাজ গড়তে সকলকে সহযোগীতায় এগিয়ে আসার জন্য অনুরোধ রাখছি।
