নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি পলিথিন কারখানার মেশিনে জড়িয়ে নয়ন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার ভোরে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সৈয়দপুরের বিসিক শিল্প নগরীতে অবস্থিত সুহা প্লাষ্টিক কারখানায় ওই শ্রমিক মেশিন চালাতো। আটকেপড়া পাকিস্তানি ক্যাম্প চামড়া গুদামের বাসিন্দা রাতের শিফটে কাজ করার সময় অসতর্কতায় মেশিনের ফিতায় জড়িয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেন এবং দু’পক্ষের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করেন।
