মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে বাছই মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সিন্দুরখাঁন ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাছই মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে। সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল হেলাল জানান,
বাছই মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তার ভাই শাহেদ ও ভাতিজা রুবেল কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বাছই মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃআব্দুলাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
