মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ মনসুর বক্ত চৌধুরী (৫৫) মারা গেছেন। ৪ ডিসেম্বর বুধবার সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনসুর বক্ত উপজেলার ক্যাথলীক মিশনরোড এলাকার বাসিন্দা।
নিহতের ছেলে মাহবুব জানান, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকায় সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর অহত হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তার ছেলে মাহবুব বক্ত বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।