শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : অবরোধের নামে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর উত্তর বাজার এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর পিকআপ ভ্যানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর বুধবার সকালে শ্রীবরদী থানার এসআই বশির আহাম্মেদ বাদল ও এএসআই মুক্তিমাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে রফিক ও শাহিন মিয়া।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ ২ জনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।
