বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাগাতার হরতাল-অবরোধের প্রতিবাদে শেরপুরের ব্যবসায়ীদের শান্তি সমাবেশ ও র‌্যালি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ২:০৭ অপরাহ্ণ

Shanti-Somabeshস্টাফ রিপোর্টার : ‘সংঘাত নয়, সমঝোতা’ এ শ্লোগানকে সামনে রেখে লাগাতার হরতাল অবরোধের প্রতিবাদে এবং সংঘাতময় রাজনীতি বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে শেরপুরের সকল শ্রেণীর ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ রেখে শান্তি সমাবেশ ও র‌্যালি করেছে। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে শেরপুর চেম্বার অব কমার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ওই শান্তি সমাবেশ ও র‌্যালির আয়োজন করে। শেরপুর শহরের সব ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সাদা পতাকা ও স্ব-স্ব সংগঠনের ব্যানার নিয়ে মিছিল সহকারে ওই শান্তি সমাবেশে যোগ দেয়।
শেরপুর শহরে থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ারে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সমাবেশ থেকে বলা হয়, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ব্যবসায়ী সমাজ। আমাদের মিলগুলো তাদের উৎপাদিত পন্য বিক্রি করতে পারছে না। ট্রাক-বাসগুলো চলছে না। ব্যবসা বাণিজ্যে মন্দা ভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে।  লাগাতার হরতাল অবরোধে পুড়ছে বাস, ট্রাক, সিএনজি, মরছে মানুষ, ধবংস হচ্ছে অর্থনীতি। আমরা Chember_Pic-1ব্যবসায়ীরা এই রাজনীতির তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বের বড় দায়িত্ব কোন সংকটের সৃষ্টি হলে তা সমাধান করা, নতুন নতুন সংকট সৃষ্টি করা নয়।
সমাবেশ শেষে ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে ব্যানার নিয়ে একটি বিশাল র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আগামীকাল থেকে সংঘাত, সংঘর্ষ বন্ধ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে সাদা পতাকা উত্তোলন করার কর্মসূচি ঘোষণা করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!