বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে বিএডিসি’র ধান বীজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৪, ২০১৩ ৬:৪৮ অপরাহ্ণ
রাজারহাটে দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে বিএডিসি’র ধান বীজ

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা  : কুড়িগ্রামের রাজারহাটে বোরো বীজের সংকট দেখা দিয়েছে। গুণগত বীজ না পাওয়ায় এবং দ্বিগুণ মুল্য হওয়ার কারণে কৃষকরা ধানের বীজতলা তৈরী করতে পারছে না। এমনকি মান সম্মত বীজের আশায় ডিলারদের কাছে ধর্ণা দিয়ে বীজ না পাওয়ায় খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে দ্বিগুণ মূল্যে বীজ সংগ্রহ করছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ডিলাররা কৃষকদের বলছেন বর্তমানে বিএডিসি’র বোরো ধানের বীজ সরবরাহ নেই। কিন্তু তারাই উপজেলার বিভিন্ন বাজারগুলোতে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশী লাভের আশায় ধান বীজ সরবরাহ করছেন। আরও জানা যায়, বিএডিসি’র বীজের ১০ কেজির ব্যাগ ৩৪০ টাকা, ২ কেজি’র ব্যাগ ১৪০ টাকা উলে­খ থাকলেও উপজেলা সদর বাজারসহ নাজিমখাঁন বাজার, সিংগারডাবড়ী বাজার, রতিগ্রাম বাজার, উমর মজিদ বাজারসহ ছোট হাট-বাজারগুলোতে বিএডিসি’র ১০ কেজি’র ব্যাগ ৪৫০ থেকে ৫৫০ টাকা এবং ২ কেজির ব্যাগ ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি করছেন। ডিলারদের কাছ থেকে বেশী দামে বীজ বিক্রির কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা বিএডিসি’র ডিলার হয়েও বীজের কোন বরাদ্দ পাচ্ছি না। যেটুকু পাই, তাতে কৃষকের চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে অন্যের কাজ থেকে বেশী দামে বীজ কিনে বেশী দামে বিক্রি করছি। এ ব্যাপারে বিএডিসি অফিসে জানতে চাইলে কর্মকর্তারা বলেন, এ সময় বীজের প্রচন্ড সংকট রয়েছে। হরতাল-অবরোধের কারণে আমরা বীজ সরবরাহ করতে পারছি না এবং বীজ সংকট হওয়ার কারণে আমরা চাহিদা পঠিয়েছি, চাহিদামত বীজ পেলে কৃষকদের মধ্যে বিতরণ করতে সক্ষম হবো। তবে কৃষকরা অভিযোগ করেন, বিএডিসি’র কর্মকর্তা ও ডিলাররা বেশী লাভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাছে বিএডিসি’র ধান বীজ কালো বাজারে বিক্রি করছেন। বর্তমানে বিএডিসির বীজ না পাওয়ায় কৃষকরা (২৮ ভিত্তি) সহ বিভিন্ন বীজ বপন করছেন। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টী চন্দ্র রায় বলেন, এ মওসুমে বরাদ্দের তুলনায় বীজের চাহিদা একটু বেশী। আমরা বীজের সংকট সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তদন্ত চালাচ্ছি যদি কোন ডিলার বেশী দামে বীজ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!