মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ ৫ম দিনে একটি ট্রাক, দু’টি সিএনজি ভাংচুর করেছে অবরোধকারীরা। ৪ ডিসেম্বর বুধবার সকালে সদর উপজেলার ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়কে তালতলা এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে অবরোধকারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়কে তালতলা এলাকায় অবরোধকারীরা পিকেটিং এর সময় গাড়ি আটকিয়ে একটি বড় ট্রাক, দু’টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, নাশকতা ও গাড়ি ভাংচুর ঘটনায় যারা জড়িত তাদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে ।