বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু : গ্রেফতার এক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ৯:০৫ অপরাহ্ণ

Naogaon-mapমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি ৪ ডিসেম্বর বুধবার মারা গেছে। নিহত ব্যক্তি উপজেলার উত্তরগ্রামের পলিপাড়ার মৃত আঃ সালামের পুত্র আতাউর রহমান (৫২) বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় জড়িত যুবলীগ ক্যাডার মোয়াজ্জেম হোসেনকে পুলিশ গ্রেফতার করে বুধবার জেলহাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে   ৩ ডিসেম্বর সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশের লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টাকালে জনতার হামলায় উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন ও ৪ জন কনষ্টেবলসহ ১০ জন আহত হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
ওই ঘটনার আগেরদিন সোমবার বিকেলে তুচ্ছ ঘটনায় বামনসাতা গ্রামের বাচ্চুর পুত্র ভটভটি চালক রাজুকে স্থানীয় যুবলীগ ক্যাডার মোয়াজ্জেম, রুবেল ও তারেকসহ কয়েকজন রশি দিয়ে হাত বেঁধে নির্মম নির্যাতন করলে রাজুর লোকজন থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়। এ সংবাদ জানতে পেরে মোয়াজ্জেম মঙ্গলবার মাইকিং করে লোকজন জমায়েত করে রাজুর বাড়িতে হামলা চালায়। এসময় উত্তেজিত জনতা ধাওয়া করে যুবলীগ ক্যাডার মোয়াজ্জেমকে উত্তম-মধ্যম দিয়ে একটি ঘরে আটক করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটকে রাখা মোয়াজ্জেম হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে সহ¯্রাধিক জনতা ইউএনও আমিনুর রহমান ও ওসি এএইচ এনায়েত উদ্দিনকে ঘেরাও করে মোয়াজ্জেমের শাস্তির দাবী জানায়। এ সময় পুলিশ জনতার উপর লাঠিচার্জ করলে ক্ষিপ্ত জনতা পুলিশের উপর পাল্টা হামলা চালায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পুলিশের লাথির আঘাতে আতাউর রহমান গুরুতর আহত হয়। তাকে মহাদেবপুর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে বুধবার নওগাঁ সদর হাসপাতালে নেয়ার সময় পথেই তিনি মারা যান। পুলিশের লাথিতে আতাউর রহমান মারা যাবার কথা অস্বীকার করে থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করতে মৃত্যুর ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের জন্য একটি মহল ষড়যন্ত্র করছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!