যশোর প্রতিনিধি : যশোর মণিরামপুর উপজেলার বাহাদুরপুরের মাঠ থেকে শাহীন নামে এক যুবকের গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে খুলনা জেলার ফুলতলা থানার অলকা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মণিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন জানান, মণিরামপুর হরিদাসকাঠি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহীনের লাশ উদ্ধার করা হয়। তার নামে ফুলতলা থানায় হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।