ফেনী সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের ৫ম দিনে ফেনী শহরে বিএনপির মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর সংঘর্ষে অন্তত: ৩০ জন আহত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার বিকেলে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে শহর পুলিশ ফাঁড়ি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল শহীদুল্লাহ কায়সার সড়ক হয়ে শহরের দিকে আসার পথে ওই মিছিল থেকে অবরোধকারীরা ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ চলাকালে মিছিলকারীরাও গুলি ছোড়ে বলে পুলিশ দাবি করেছে। আবুল কালাম আজাদ আরও জানান, সংঘর্ষে ৩ পুলিশসহ অন্তত: ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। বিকেল পৌনে ৬টার দিকে বিজিবি, র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।