বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় মহাসড়কে ১৮ দলের জেলা নেতৃবৃন্দ অবস্থান করে অবরোধ : পুলিশের বাধা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ৮:৩৪ অপরাহ্ণ

pabna 18 dol aborodh pic-3পাবনা প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ১৩১ ঘন্টা অবরোধের ৫ম দিনে বুধবার পাবনার বিভিন্ন মহাসড়কে গাছ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে রেখেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। ঢাকা-পাবনা বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে সমাবেশ করেছে জেলা নেতৃবৃন্দ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুর, ক্যালিকো, জালালপুর, ধোপাঘাটা, বাঙ্গাবাড়িয়া, পুষ্পপাড়া, মধুপুর, কোলাদী এবং উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার ঈশ্বরদী উপজেলার কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের দাশুড়িয়া, কোলের কান্দী বটতলা, নুতন হাট গোল চত্তর, দিয়াড় বাঘইল, ঈশ্বরদী রেলগেট, গোকুল নগরসহ বিভিন্ন পয়েন্টে অবরোধ ও সমাবেশ করে।
ঢাকা-পাবনা বাইপাস মহাসড়কে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে সমাবেশ করে ১৮ দলীয় জোটের জেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ১৮ দলীয় জোটের যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুর রহীম, আব্দুল­াহ আল মাহমুদ মান্নান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, অধ্যাপক আবু তালেব মন্ডল, নুর মো: মাসুম বগা, জহুরুল ইসলাম, একেএম মুসা, অধ্যাপক আব্দুল গাফফার খান, আব্দুর রহমান, ফজলুর রহমান, হিমেল রানা, তসলিম হাসান খান সুইট, আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় বিপুল সংখ্যাক র‌্যাব, ডিবি পুলিশ ও পুলিশ মোতায়ে করা হয়। ১৮ দলের একটি মিছিল গোল চত্বরে মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে নেতাকর্মী ও পুলিশের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিছিলটি যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
এদিকে, বুধবার বিকাল ৪ টার সময় সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া উপজেলার করমজা বিএনপি’র কার্যালয় থেকে প্রায় ১০ সহস্রাধিক জনতার একটি বিশাল মিছিল বের হয়ে সাঁথিয়া বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাঁথিয়া অডিটরিয়মে জনসভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া পৌর বিএনপি’র সভাপতি আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি ফজলুল বারী সান্টু, মোঃ আব্দুর রউফ, নূর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান কাশিনাথপুর ইউপি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা যুগ্ন সম্পাদক মোঃ হারুন অর রশিদ মজনু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস আহম্মেদ বিপ্লব, যুবদল নেতা মোঃ শাহিন মলি­ক, উপজেলা ছাত্রদল নেতা বজলুর রহমান খান প্রমূখ। বক্তারা আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং র্নিদলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবী জানান। অন্যথায় সংবিধান লঙ্ঘনকারী, নিপীড়ক সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
অপর দিকে, বুধবার সকালে চাটমোহর উপজেলা বিএনপি ও ১৮ দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের সড়কগুলো প্রদক্ষিণ করে এবং সড়ক অবরোধ করে। এদিকে গত মঙ্গলবার রাত ৮টার দিকে চাটমোহর-কাছিকাটা সড়কের দোলং নামক স্থানে একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ভাংচুর করে অবোরধকারী পিকেটাররা। অবরোধ কেন্দ্র করে উপজেলা চত্বর, থানা বাজার ও রেল-স্টেশন এলাকায় থানা পুলিশের টহল রয়েছে জোরদার।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!