মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কলেজ ছাত্রীকে নিয়ে পালানোর সময় মামা ভাগ্নে আটক হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার পাথারিপাড়া গ্রামে টগর চন্দ্র সরকারের মেয়ে কাকলী সরকার (১৭) নন্দীগ্রাম মহিলা ডিগ্রী কলেজে এইচএসসিতে পড়তো। তার সাথে আত্মীয়তার সুবাধে নাটোর সদর উপজেলার সঙ্করভাগ গ্রামের বিরেন চন্দ্রের ছেলে মনজিৎ চন্দ্র (২৬) এর মোবাইল ফোনে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। ৪ই ডিসেম্বর বেলা ১টায় মনজিৎ চন্দ্র তার মামা অনিল কুমারের সহযোগিতায় নন্দীগ্রাম থেকে কাকলী সরকারকে নাটোরের উদ্দেশে নিয়ে যাবার পথে বাঁশের ব্রীজ নামক স্থানে ওই তিনজনকে কলেজ কর্তৃপক্ষ ও জনতা আটক করে। এরপর তাদেরকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।