মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার : যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে পালিত হয়েছে ‘দেবিদ্বার শত্রæ মুক্তদিবস’। ১৯৭১সালের এই দিনে দেবিদ্বার পাক হানাদার মুক্ত হয়েছিল। দিবসটি উদ্যাপন উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রেসক্লাব’র যৌথ উদ্যোগে শোভাযাত্রা, ‘মুক্তিযুদ্ধে দেবিদ্বার’ শীর্ষক আলোচনা সভা, চিরকুমার সাংবাদিক সাইফুদ্দিন রনীর’র ৫৮তম রক্তদান উপলক্ষে ‘মোহনা টেলিভিশন’ দর্শক ফোরাম’র আয়োজনে গুনীজনদের উত্তরীয় ও সম্মাননা (ক্রেষ্ট) প্রদান ও শিল্পকলা একাডেমী এবং আবিৃত্তি বিকাশ’র পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকাল ৯টায় সর্বস্তরের জনতার উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা করা হয়। এসময় দেবিদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্তর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও গণকবরে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন,- উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, থানা প্রশাসন, কমিউনিস্ট পার্টি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, পৌরসভা, দৃষ্টান্ত ফাউন্ডেশন।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সামাদ’র সভাপতিত্বে এবং দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কেএম গোলাম কবির। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভূঞা, সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ হান্নান, উদীচী শিল্পিগোষ্ঠী উপজেলা সভাপতি মোসলেহ উদ্দিন মিছির, কৃষক সমিতি উপজেলা সাধারন সম্পাদক মমিনুর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মোরছালিন জান্নাত প্রমূখ।
পরে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে ‘জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন, আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একজন মূমূর্ষ রোগী’ এ আহবান জানিয়ে ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’র পরিচালক চিরকুমার সাংবাদিক সাইফ উদ্দিন রণীর ৫৮তম রক্তদানের মধ্য দিয়ে ‘মোহনা টেলিভিশন’ দর্শক ফোরাম’র আয়োজনে গুনীজনদের উত্তরীয় ও সম্মাননা (ক্রেষ্ট) প্রদান করা হয়েছে।