ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৪ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, আ’লীগ নেতা মোফাজ্জল হোসেন, কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, যুবলীগের সভাপতি আবুল কালাম আযাদ, স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মনোয়ার উল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান লেবু প্রমূখ। দিবসটি পালন উপলক্ষে এ সভায় বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়।