ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠিতে বুধবার সকালে বিরোধী দলের ডাকা ৬ দিনের অবরোধের ৫ম দিনে সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা ঝালকাঠি-খুলনা-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বৈদারাপুর ও রাজাপুরের মিলবাড়িতে গাছের গুড়ি ফেলে, পেট্রোল ঢেলে ও টায়ারে আগুন জালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সহ-সভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে তারা। অবরোধকারীরা একটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি মোটরসাইকেল ও পিকআপ গাড়ি আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করে। এদিকে নাশকতার আশঙ্কায় নলছিটি থানা পুলিশ এক বিএনপি কর্মীকে আটক করে।