জামালপুর সংবাদদাতা : ৪ডিসেম্বর বুধবার জামালপুরের মেলান্দহের চরসগুনা গ্রামের মনির উদ্দিনের ছেলে তুহিনের মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি করেছে। সকালে নিজ গৃহে তুহিনের লাশের খবরে এলাকাবাসি ভিড় জমায়। মৃত্যুকে ঘিরে পুলিশের রহস্য জনক ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তুহিনের পরিবার ও এলাকাবাসি কেও মুখ খুলছেনা। তবে অফিসার ইনচার্জ বিলাল উদ্দিন ফাঁসিতে ঝুলে আত্মহত্যার কথা বলেছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় নানা প্রশ্ন জেগেছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারও গা ঢাকা দিয়েছেন।
অপর দিকে জেলার ইসলামপুর উপজেলায় বিলে মাছ ধরার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পূত্রের মর্মান্তিক মৃত্যু এবং পিতা আহত’র খবর পাওয়া গেছে। উপজেলার হাড়িয়াবাড়ী গ্রামের বাসিন্দা শামছুল আলম তার পুত্র সাইদুর রহমান(২০) বিলে মাছ ধরতে গেলে বিদ্যুৎ সংযোগ লাইনের ঝুলে থাকা ছেঁড়া তারে জড়িয়ে পুত্র সাইদুর ঘটনাস্থলেই মারা যান।