নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাট বাঘার সাংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম বলেন, বিএনপিসহ ১৮ দল সহিংসতার মাধ্যমে অরাজনৈতিকভাবে নির্বাচন বানচাল করেতে চায়, জামায়াত ছাড়া নির্বাচন করতে চায় না বিএনপি, অতীতে ৩০ লক্ষ হত্যার মদদ দাতা এই জামায়াত, এই জামায়াতকেই নিয়েই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ১৮ দলীয় জোট। তাই এই নির্বাচনে যাতে কুচক্রীমহল বানচাল করতে না পারে এবং ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে তাই আ’লীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকামার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয় অর্জন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। গতকাল বুধবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আ’লীগের নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চারঘাট উপজেলা আ’লীগের আয়োজনে জেলা আ’লীগের সদস্য মোস্তফা আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ টিপু সুলতান, সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম দুলাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাডঃ শাহনাজুর রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, মুক্তিযোদ্ধা আলমাস আলী, হামিদুরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধাররণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অুনষ্ঠানে ভায়ালক্ষীপুর ইউনিয়নে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি মহিরউদ্দিন এর নেতৃত্বে ১০ জন আ’লীগে যোগদান করে। ফুলের মালা দিয়ে প্রধান অতিথি বরণ করে নেয়।