কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ রাজকীয় নেদারল্যান্ড সরকারের অর্থায়নে পিএসটিসি-বালিকা প্রকল্পের উদ্যোকে ১২-১৫ বছর বয়সী বিদ্যালয়গামী ও ১২-১৯ বছর বয়সী বিদ্যালয় থেকে ঝরেপড়া কিশোরীদের উন্নত জীবন-যাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা, জীবন দক্ষতা, জীবিকা ও এলাকার জনগণের মাঝে গতিশীলতার জন্য কালিয়ার পেড়লীতে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পেড়লী ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু রেজা মোল্যা। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম পেড়লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল হক শেখ। বক্তব্য রাখেন ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য যুবলীগনেতা মোঃ নজরুল ইসলাম শেখ, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম মাসুম রেজা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পপুলেশন কাউন্সিলের নড়াইলের সিনিয়র রিসার্স অফিসার লিটন আচার্য্য প্রকল্পের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিএসটিসি-বালিকা প্রকল্পের কালিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বালিকা প্রকল্পের কালিয়া শাখার সহকারী ব্যাবস্থাপক মিহির কুমার দাসসহ আউট স্কুল ফ্যাসিলিটেটর, ইন স্কুল ফ্যাসিলিটেটর, অত্র এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকিা, মসজিদের ইমাম, ম্যারেজ রেজিষ্টার, পুরুষ ও মহিলা ঘটক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পেড়লী ইউপি চেয়ারম্যান তার সমাপনী বক্তব্যে আগামী ১লা জানুয়ারি ২০১৪ইং সাল থেকে অত্র ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ করার ঘোষণা দেন।
