কাঁঠালিয়া প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক সংবাদ সম্মেলন গতকাল বুধবার বিকালে প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম (মিলন)। সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বর্তমান সরকার প্রধান শিক্ষকদের ৬৪০০ টাকায় বেতন স্কেলে পদোন্নতি করলেও সহকারী শিক্ষকদের বেলায় বিমাতা সূলভ আচারন করেছেন। প্রধান শিক্ষকদের বেতন স্কেলের পরের ধাপ ৫৯০০ টাকা সহকারী শিক্ষকদের বেলায় পাওয়ার কথা থাকলেও তদস্থলে তাদের দেয়া হচ্ছে ৫২০০ টাকা । তাই আমরা এ বেতন-স্কেল প্রত্যাখান করে ৫৯০০ টাকা বেতন ভাতায় উন্নিত করার দাবী জানাচ্ছি। এ ছাড়া সহকারী শিক্ষকদের আর্থিক সুবিধা সহ শতভাগ পদোন্নতি দেয়া সহ ১২ দফা দাবী বাস্তবায়নের কথা জানান। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মাইন উদ্দিন,গোলাম সরোয়ার,মোঃ আল আমিন লিটন,ইমরত জাহান,মোঃ আমিরুল ইসলাম,জেসমিন আক্তার প্রমূখ।