বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদকে গ্রেফতার করার কোন পরিকল্পনা নেই : র‌্যাব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ১০:০৫ অপরাহ্ণ

Rabশ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারমান হুসেইন মুহাম্মদ এরশাদকে গ্রেফতার বা গৃহবন্দি করার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে র‌্যাব। ৪ ডিসেম্বর বুধবার নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রীদের পদত্যাগের নির্দেশের পর রাজধানীর বারিধারায় অবস্থিত তার বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে অবস্থান নেয় র‌্যাব-পুলিশ।
এব্যাপারে জানতে চাইলে সেখানে দায়িত্বরত র‌্যাব কর্মকর্তা কর্ণেল সামছুদ্দিন জানান, বারিধারা কূটনৈতিক এলাকা। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তা দেয়ার জন্য এ এলাকায় র‌্যাব-পুলিশ অবস্থান নিয়েছে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন র‌্যাব-১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত।
তিনি বলেন, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা দেয়ার জন্য এ মুহূর্তে সাড়ে ৩শ র‌্যাব-পুলিশ দায়িত্ব পালন করছে। কূটনীতিকদের নিরাপত্তার জন্যই অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সারা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
এরশাদকে গ্রেফতার করা হবে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদকে গ্রেফতার কিংবা গৃহবন্দি করার কোন পরিকল্পনা তাদের নেই।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!