আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যেগে এক প্রস্ততি মূলক সভা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী. মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মদ মালা, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজি মনোয়ারুল হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফি আহম্মেদ আচ্চু, আলহাজ্ব আব্দুল মোত্তাকিম তালুকদার, শামিমুল হুদা খন্দকার, গোলাম মোস্তফা, সত্যেশ চন্দ্র নিয়োগী, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমূখ। সভায় দিবসটি পালনের জন্য বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়।