নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পৌর জামায়াতের আমীর ও ডিমলায় জামায়াতের এক সূরা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে ও দুপুরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশ আটক করে। এদিকে জলঢাকায় পৌর জামায়াতের আমীর হাজী মকবুলকে গ্রেফতারর প্রতিবাদে বুধবার জলঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডাক দেয় উপজেলা জামায়াত।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জলঢাকা পৌর জামায়াতের আমীর হাজী মকবুল হোসেনকে মঙ্গলবার ভোর রাতে জলঢাকার উত্তর বগুলাগাড়ী হাজীপাড়া গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবের হোসেন জানান, জলঢাকা পৌর জামায়াতের আমীর হাজী মকবুল হোসেনকে মিথ্যা ও হয়রানী মুলক মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গোটা জলঢাকা উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, মঙ্গলবার বেলা ১১ টায় ডিমলার সোনালী ব্যাংকের সামনে থেকে উপজেলা জামায়াতের সুরা সদস্য ওবায়দুল ইসলামকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। সোমবার অবরোধ চলাকালে মোটরসাইকেল ভাঙ্গচুরের দায়ের করা মামলাসহ একাধিক মামলায় এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত ওবায়দুল ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট কুমার পাড়ার মৃত. মতিয়ার রহমানের ছেলে। মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ওবায়দুলকে।