শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন না হলে যদি অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটে, সে দায় সরকারকেই নিতে হবে। তিনি ৪ ডিসেম্বর বুধবার রাজধানীর বনানীতে তার নিজ বাসবভনে ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের ওই কথা বলেন।
এর এক দিন আগে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানানো এরশাদ জানান, সুজাতা তাকে বৈঠকে বলেছেন, শেষ পর্যন্ত নির্বাচন না হলে অগণতান্ত্রিক শক্তি কিংবা জামায়াতী উত্থান ঘটতে পারে।
এরশাদ বলেন, আমি তাকে বলেছি, জামায়াত-শিবিরের উত্থান হোক এটা আমিও চাই না। যদি উত্থান ঘটে, তাহলে সে দায় সরকারের, আমার নয়।
তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায় বলে সুজাতা তাকে জানিয়েছেন। আমি তাকে বলেছি, এই অবস্থায় দেশে নির্বাচন সম্ভব নয়। এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে নেই।
তিনি আরও বলেন, সুজাতা তার কাছে জানতে চেয়েছেন- বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা চলছে, সেই পরিস্থিতির উন্নতির কোনো আশা তিনি দেখছেন কি না। আমি বলেছি অবস্থা আরও খারাপ হবে। আমি আমার পার্টির নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।
ঢাকা সফররত ভারতীয় পররাষ্ট্রসচিব এরশাদের বাড়ি প্রেসিডেন্টস পার্কে পৌঁছান বিকেল ৪টায়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে সুজাতা সাংবাদিকদের শুধু বলেন, ইট ওয়াজ এ গুড মিটিং। এর প্রায় ২০ মিনিট পর সাংবাদিকদের সামনে আসেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।