নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সুন্দর হস্তাক্ষর প্রকল্পের আওতায় ২ ডিসেম্বর সোমবার বিকেলে ওই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
শহরের অদূরে বঙ্গালিপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয় ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা হবিবর রহমান ও চিকিৎসক ডা. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার। স্বাগত বক্তব্য রাখেন সুন্দর হস্তাক্ষর প্রকল্পের উদ্যোক্তা সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার কবির।
