হুমায়ন কবির মৃধা, সিরাজগঞ্জ : আগামী ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের ৬ জন, জাতীয় পার্টি (এরশাদ) ৯ জন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) থেকে ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ মনোনয়ন পত্র দাখিল করেছেন। জেলা রির্টানিং অফিস সুত্র থেকে জানা যায়, সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মাদ নাসিম, জাতীয় পার্টি (এরশাদ) থেকে মোঃ মোমিনউদ দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তানভীল শাকিল জয় মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জ-২ সদর (সিরাজগঞ্জ-কামারখন্দ) আওয়ামীলীগ থেকে মোঃ হাবিবে মিলাত (মুন্না), জাতীয় পার্টি (এরশাদ) মির্জা ফারুক আহমেদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) থেকে আবু বকর ভুইয়া এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর সরকার। সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে মোঃ ইসহাক হোসেন তালুকদার এবং জাতীয় পার্টি (এরশাদ) মোঃ জাকির হোসেন। সিরাজগঞ্জ -৪ (উলাপাড়া) আওয়ামীলীগ থেকে তানভীর ইমাম, জাতীয় পার্টি (এরশাদ) মির্জা ফারুক আহমেদ, জাতীয় পার্টি (এরশাদ) মোঃ হিল্টন প্রামানিক, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) মোঃ কামরুজ্জামান পান্না, এবং স্বতন্ত্র এস এম জাহিদুজ্জামান (কাকন) সিরাজগঞ্জ-৫ (বেলকুটি চৌহালী) আওয়ামীলীগের আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল, জাতীয় পার্টি (এরশাদ) আবুল হাসনাত গোফরান, জাতীয় পার্টি (এরশাদ) আবু বকর সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২জন, এরা হলেন মোঃ আতাউর রহমান এবং বেগম মোছাঃ সোনিয়া সবুর। এছাড়া সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ থেকে মোঃ হাসিবুর রহমান স্বপন, জাতীয় পার্টি (এরশাদ) মোঃ মোক্তার হোসেন, জাতীয় পার্টি (এরশাদ) মোঃ সাহান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আজাদ রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই এবং ১৩ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সুত্র।