সাতক্ষীরা সংবাদদাতা : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষে ২ শিবিরকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে জেলা জামায়াত। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোরে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে হোসেন আলী (১৯) ও আরিজুল ইসলাম (১৩)। তারা দুজনই দেবহাটা উপজেলার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে সখিপুর এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। খবর পেয়ে অবরোধকারীদের সরানোর চেষ্টা করলে তারা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ-দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার লস্কর তাজুল ইসলাম জানান, ওই ঘটনায় কেউ হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
