মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে আনসার আলী (৩৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ডিসেম্বর মঙ্গলবার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আনসার আলী আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর গ্রামের আছরাব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী ভাড়াউড়া চা বাগান এলাকায় আনসার আলীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক( এএসআই) মো: ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
