রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ)আসনে আওয়ামীলীগ প্রার্থীসহ ৪জনের মনোনয়পত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুর ২টার দিকে রামগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোঃ শাহজাহান দলীয় নেতা কর্মী ও সমর্থকদের একটি মিছিল নিয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলমের কাছে দাখিল করেছেন। এ সময় তার সাথে ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আ.লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারন সম্পাদক বেলাল আহম্মদ সহ দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়াও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহা সচিব এম এ আউয়ালের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন তার ছোট ভাই আবদুল ছালাম,জাতীয় পাটি থেকে মনোনয়ন পত্র দাখিল করেন রামগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ,স্বতন্ত্র প্রার্থী লক্ষ্মীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলার ৩নং ভাদুর ইউপির আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম ।
