নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদাদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকার ব্যস্ততম রাস্তা গুলি এখন গৃহস্থালী কাজে ব্যবহার হচ্ছে। তাদের ওইসব কাজের জন্য রাস্তায় চলাচলকারীদের বেশ কিছুটা বিড়াম্বনার শিকার হতে হচ্ছে। রাস্তার উপরে ধান স্তুপ দিয়ে রেখে সেখানে ভ্যান বা নছিমন ভটভটিতে উঠানো হচ্ছে। রাস্তার উপরেই খড় শুকানো, ধান মাড়ানোর মত কাজ ধুমছে চলছে। তাদের ওই সব কাজের জন্য ইঞ্জিন চালিত যানবাহন গুলিকে কিছুটা ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে। কোন কোন স্থানে দেখা গেছে রাস্তার উপরে গোবর দিয়ে লেপাই করে সেখানে ধান শুকানো হচ্ছে। খড় দেয়ার কারনে রাস্তার কোথাও খাদ থাকলে তা বুঝতে না পারাই দূর্ঘটনার আশংকা থেকেই যাচ্ছে। আইন বিষয়ে না জানা থাকায় এবং সচেতনতার অভাব থাকায় রাস্তার উপরে গৃহস্থালী কাজ গুলি বৃদ্ধি পেয়েছে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচল করতে এবং রাস্তা ক্ষতি সাধনের হাত থেকে মুক্ত রাখতে বিষয়টির প্রতি সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষেও হস্তক্ষেপ করা দরকার বলে সচেতন মহলের দাবী ।
