ইয়ানুর রহমান (যশোর) : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোরে-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে জেলার ৬ টি সংসদীয় আসনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে যশোর-১ (শার্শা) শুধুমাত্র আলহাজ শেখ আফিল উদ্দিনের মনোনয়ন ফরম জমা পড়েছে।
এই আসন ছাড়া অন্যান্য আসনে একাধিক প্রার্থী আছে। যশোর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, যশোর-১ (শার্শা) আসন থেকে একটি মনোনয়ন পত্রই জমা পড়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
