মৌলভীবাজার প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসন থেকে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার বিকেল ৫টায় এ মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হয়।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামীলীগ প্রার্থী মো. শাহাব উদ্দিন, জাতীয় পার্টির এড. মাহবুবুল আলম শামীম,ও আহমেদ রিয়াজ। মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) আসনে আওয়ামীলীগের সৈয়দ বজলুল করিম, জাতীয় পার্টির মুহিবুল কাদির চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন, রীনা বেগম চৌধুরী ও আতাউর রহমান চৌধুরী সোহেল। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামীলীগের সৈয়দ মহসিন আলী, জাতীয় পার্টির সৈয়দ শাহাবউদ্দিন, জাসদ আব্দুল মছব্বির, সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, সুয়েল আহমদ,এবং মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামীলীগের এক মাত্র প্রার্থী চিফ হুইপ মো.আব্দুস শহীদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো.ইফতাফিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
