বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা সদরে আগুনে পুড়ে ১৭টি ঘর ছাই হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিলাইছড়ি বাজারের নিকটবর্তী বৌদ্ধ বিহার সংলগ্ন মিন্টু দাশের ভাড়া বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ছড়িয়ে পড়লে বিলাইছড়ি বাজারের ব্যবসায়ী মিন্টু দাশ,শ্যামল বড়–য়া ও জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মচারী রতন কুমার বিশ্বাস এর বাসা সম্পূর্ণ আগুনে ভস্মিভ’ত হয়। ওদের ভাড়া বাসাসহ এতে ১৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে বলে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম মোল্লা জানিয়েছেন। সেইসময়ে অগ্নিকান্ডের খবর পেয়ে বিলাইছড়ি জোনের সেনা দল ত্র“ত ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিলাইছড়ি জোন কমান্ডার লে.কর্ণেল মো. ইফতেকুর রহমান পিএসসি, উপজেলা চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেন।
