এস.গুলবাগী,বগুড়া : বগুড়া নন্দন শিল্পী গোষ্ঠির ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম রব্বানী। বক্তব্য রাখেন উপদেষ্টা আজিজার রহমান, খলিলুর রহমান চৌধুরী, আবেদ আলী, সোহরাব হোসেন, সংগঠনের ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি মতিয়ার রহমান বাবরু, সহ সভাপতি জমির আলী, সাধারণ সম্পাদক আমিনুল হক আরজু, সহ সাধারণ সম্পাদক বজলুর রশীদ বাবলু, সাংগঠনিক সম্পাদক বাসু দেব চন্দ্র, কোষাধ্যক্ষ ফজলুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজু ইসলাম, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, নির্বাহী সদস্য মাহমুদ কাজল নুর, জামিউল হাসান, টিএম চাকলাদার, আপেল মাহমুদ, দুলাল মিয়া, এ্যাডঃ আব্দুল কাদের মজনু, শাজাহান আলী, হাসান আলী, সোহেল, আব্দুস সালাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী দিনের সুন্দরভাবে কার্যক্রম এবং সংগঠনকে আরো গতিশীল করার আহবান জানানো হয়। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সংগঠনের শিল্পীবৃন্দ।
