ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকের ৬ রকমের পোস্ট থেকে দূরে থাকুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ৬:৩৫ অপরাহ্ণ

facebookশ্যামলবাংলা ডেস্ক : ফেসবুকের টাইমলাইনে প্রায়ই কিছু এলোমেলো পোস্ট আসে যা আপনার বন্ধুদের পোস্ট হিসেবেই দেখানো হয়। অথচ এইগুলো সাইবার অপরাধীদের ভয়ঙ্কর সব ম্যালওয়্যার। ওইসব পোস্ট দেখতে ক্লিক করেছেন তো মরেছেন। আপনার অগোচরেই ব্যক্তিগত গোপন সব তথ্য চুরি হয়ে যাবে। স্লোভাকিয়ান অ্যান্টিভাইরাস অ্যান্ড সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপার (ইএসইটি) ফেসবুকের ৬ রকম সামাজিক পোস্টের তালিকা প্রকাশ করেছে যা মারাত্মক ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত। কাজেই এগুলো জেনে নিন এবং ক্লিক করা থেকে বিরত থাকুন।
১. মুখরোচক সব গল্প : ফেসবুকে মাঝে-মধ্যে সেলিব্রেটিদের গরম সব খবর পোস্ট আকারে টাইমলাইনে দেখা যায়। এমন খবর ফেসবুকের মাধ্যমে না দেখে গুগলে গিয়ে দেখে নেওয়াই ভাল। ফেসবুকে দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আপনার তথ্য চুরি করে নেবে।
২. ব্রেকিং নিউজ : ফেসবুকের ব্রেকিং নিউজের লিংক থেকে ১শ হাত দূরে থাকুন। ওই লিংকগুলো অনেক সময় ফেসবুক নিউজ ফিডে আসে। অসাবধানতাবশত: ক্লিক করলে ম্যালওয়্যার ছাড়া আর কিছুই ডাউনলোড হবে না।
৩. যে পোস্টগুলো ‘লাইক’ দিতে বলে : মাঝে মাঝেই দেখা যায় সামাজিক কোন বিষয়ে পোস্ট দিয়ে তা লাইক করতে বলা হয় ফেসবুক ব্যবহারকারীদের। এগুলো কখনোই লাইক করবেন না। বরং আপনার ফেসবুক অ্যাকটিভিটিতে নিউ গ্রাফ সার্চে গিয়ে নিশ্চিত হয়ে নিন যে, ওই পোস্টের সাথে সংশ্লিষ্ট কোন কোম্পানি বা সাইটের পেইজে আপনি লাইক দিয়েছিলেন কি-না।
৪. ডায়েট সংক্রান্ত পোস্ট : ওজন কমানোর অব্যর্থ পদ্ধতি বা স্লিম হওয়ার উপায়- এ ধরনের পোস্ট প্রায়ই চোখে পড়বে আপনার টাইমলাইনে। ফ্রিতে এমন একটি ডায়েট কোর্স পেতে কে না চায়। কিন্তু ভুলেও তা নিতে যাবেন না। নয়তো আপনার ফেসবুক প্রোফাইলই জরাগ্রস্ত হয়ে পড়তে পারে।
৫. অচেনা খবরের উৎস : ইন্টারনেটে অচেনা আর অজানা কিছু মানেই বিপদ। ফেসবুকও তার ব্যতিক্রম নয়।  অপরিচিত বা কখনো নাম শোনেননি, এমন খবরের উৎস থেকে যে পোস্টগুলো আসে তাতে ক্লিক করবেন না। অধিকাংশ ক্ষেত্রেই রিয়েল নিউজ হিসেবে ওই পোস্টগুলোকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হয়।
৬. গিফট কার্ড : এক গবেষণায় দেখা গেছে, ইন্টারনেটে ক্ষতিকর সফটওয়্যারগুলো সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে গিফট কার্ডের মাধ্যমে। ফ্রি গিফট কার্ড লেখা দেখলেই সবাই তাতে ঢুঁ মারতে চায়। কোন ফ্রি গিফট তো মেলেই না, বরং আপনার অগোচরে ব্যক্তিগত তথ্য চলে যায় সাইবার অপরাধীদের কাছে। তাতে আপনার প্রিয় ফেসবুক একাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বেশি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!